
'সমাচার দর্পন' একটি সাপ্তাহিক পত্রিকা। ১৮১৮ সালের মে মাসে হুগলির শ্রীরামপুর খ্রিষ্টান মিশনারিরা 'সমাচার দর্পন' নামে পত্রিকাটি প্রকাশ করে। উল্লেখ্য, 'দিকদর্শন' (১৮১৮) হলো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকপত্র। আর ‘সংবাদ প্রভাকর' (১৮৩৯) একটি দৈনকি পত্রিকা ও 'সবুজপত্র' (১৯১৪)।