
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে তফসিল সংখ্যা সাতটি। পঞ্চম তফসিলে সংবিধানের ১৫তম সংশোধনী আইন, ২০১১ এর ৫৫ ধারা বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্ত করা হয়। আর পঞ্চম তফসিলে ১৯৭১ সালের ৭ মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ সংযুক্ত করা হয়।
কোন দেশের রা নির্দিষ্ট অঞ্চলের মানুষ গণনাকেই মূলত জনশুমারি বলা হয়। দশ বছর অন্তর অন্তর জনশুমারি করা হয়। ভারতীয় উপমহাদেশে ১৮৭২ সালে ভাইসরয় লর্ড মেয়োর আমলে প্রথম আদমশুমারি হয়। বাংলাদেশে প্রথম ১৯৭৪ সালে আদমশুমারি অনুষ্ঠিত হয়। এই পর্যন্ত বাংলাদেশে ছয়বার আদমশুমারি অনুষ্ঠিত হয় (১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ এবং ২০২২)।
বাংলাদেশ সংবিধান দিবস ৪ নভেম্বর ১৯৭২ সালের (১৮ কার্তিক ১৩৭৯) ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক খসড়া সংবিধান গৃহীত হয়। তবে কার্যকর হয় ১৬ ডিসেম্বর।